Profile image of Pranati Mukhopadhyay
Pranati Mukhopadhyay

@anonymous

3 years ago 1210 views

সাঁঝবাতি

সাঁঝের আঁধারে ভিজে

অন্তঃপুরে ঠাঁই মেলেনি

একলাটি  চেয়ে লাজে ,


গোধূলীর অস্তরাগে

সন্ধ্যাতারা সাক্ষী রেখে

সাঁঝের বাতি জাগে ,


মধুমন্তীর মূর্ছনায়

বক্ষে জাগায় শিহরণ

সাঁঝের উতল বায় , 


এক সাঁঝেরই জীবন

নিত্য দহন মূল্যে  তার

 নিত্য দিনের মরণ |

Image for সাঁঝবাতি