Profile image of Lokesh Kumar Maity
Lokesh Kumar Maity

@lokesh

3 years ago 435 views

সিংহের পরাজয়

খাদ্য অন্বেষণ কালে জম্বুক ঘুরিতে ঘুরিতে

সহসা থামিল।

সম্মুখেতে পশুরাজে হেরি,সন্ত্রস্ত না হৈল।

পশু রাজ বলে - হে পণ্ডিত

তোমায় ভক্ষিয়া আমি মিটাইব ক্ষুধা

খাদ্য তরে খুঁজিয়াছি সমগ্র বসুধা।

নিমেষে আঁটিয়া বুদ্ধি জম্মুক কহিল

সপ্ত সিংহ ,পঞ্চ ব্যঘ্র, তিনটি গজ

আমার বিক্রমে তারা পরান ছাড়িল ।

যাইতেছি সুরলোকে যুদ্ধে আহ্বানিতে

পশ্চাৎ যাইব সেথা, এক্ষনেতে দেহ রন

দেখি কেবা জেতে।

পশুরাজ সবিস্ময়ে জম্বুকে চাহিল

অতীব বিনীত ভাবে উত্তর দানিল।

হে বীরর্ষভ ছাড়ি দিনু পথ

অপ্রতিহত হোক বিজয়ের রথ

স্বীকার করিনু আমি তব কাছে নতি

তব সাথে আমি যদি যুদ্ধে কভু মাতি

কি বলিবে সর্ব চরাচরে

শুনিয়া জম্বুক দ্রুত স্থান ত্যাগ করে।

কভু নীচ জন যদি সরোষে হুঙ্কারে

পণ্ডিত নীরবে সেই স্থান ত্যাগ করে

কবিতায় এই সত্য - কবি তুলে ধরে।

Image for সিংহের  পরাজয়