Profile image of Tapas Kumar Bandyopadhyay
Tapas Kumar Bandyopadhyay

@anonymous

4 years ago 355 views

স্মৃতি

তা

কথা

দিয়ে কি

বুঝিয়েছি!

আমি কি চাই !

কাকে খুঁজে যাই!

অপলক চোখেতে 

চুপিসারে তাকে পেতে।

সহস্র মানুষের  ভীড়ে

বা নির্জনে পাতার মর্মরে।।

রাখিনি তো তার কোনো ঠিকানা।

ভেবেছিলাম  প্রয়োজন হবে না।।

অতীত দাঁড়ায় সামনে মুখোমুখি।

কেমন করে যে নজর লুকিয়ে রাখি!

চিনিনা সেই বা তারে কেমন করে বলি! 

পা টা বাড়াই সরিয়ে কি করে দুহাতে ঠেলি!

জানি শুধাবে নাতো কিছু কোনদিনই আমারে।

ভালোবাসা কি এমনই একা গুমরে কেঁদে মরে।।

নিভৃতে স্মৃতিতে জাগবে আমি যতদিন বেঁচে আছি।

অহরহ কস্তুরী মায়ামৃগ হয়ে থাকবে কাছাকাছি।।


 - তাপস বন্দ্যোপাধ্যায়
Image for স্মৃতি