হাজার নামের ভীড়ে
কিছু নাম মনে পড়ে হাজার নামের ভীড়ে
ওরা আমার কবিতা পড়ে -
যেন অপেক্ষায় থাকে
একে ভালোলাগা বলে
একদিন ভালোবাসা হয়ে যাবে
আমার কবিতার সাথে।
ভোরের কনকচাঁপা হাতে -
তাদের কাছে যাবো আমি শুভেচ্ছা নিয়ে
যদি পৌঁছানোর আগে
আমার পা দুটো ভেঙে না পড়ে।
সকলের সৌরভ নিয়ে যাবো বুক ভরে
যারা আমার কবিতা পড়ে
কিছু নাম মনে পড়ে
হাজার নামের ভীড়ে।