Profile image of Indrani Mukherjee
Indrani Mukherjee

@kobisree Indrani

A poet unknown who jolt down her emotions with passion to form a rhyme

4 years ago 724 views

Pahari Jharna


পাহাড়ি ঝার্না


পাহাড় থেকে ঝরি বলে আমার নাম ঝর্ণা
আমায় দেখবে বলে কত মানুষ এখানে দেয় ধর্ণা 
সবাই বলে আহা তুমি কত সুন্দরী 
মানুষ আমার জলে ভাষায় কাগজের তরী 

আমার জলে করলে স্নান ব্যাধি থেকে হয় মুক্তি 
আমার জল পান করে মানুষ পায়ে  যে শক্তি 

যখন  সূর্য এসে আমার উপর পরে, 
তখন মানুষের মনে নানান রং ধরে 
সবাই যখন আমায় নিয়ে কবিতা করে সৃষ্টি 
আমার তো বেশ ভালোই লাগে, আমি কত মিষ্টি 

আমার জলে শিশুরা করে থাকে কত খেলা 
আমার বুকের উপর মাঝি চোর থাকে  ভেলা 

পূর্ণিমার  চাঁদের আলো পরে  যখন জলে তে 
আমার  রূপে মাতাল হয়ে ওঠে সকলে তে 

অমাবস্যা রাতে যখন ঝিঝি পোকা ডাকে 
মনের  মধ্যে  শুধুই আমার হারা কার জাগে 

ঝর্ণা হয়ে শুরু আমার, নদী হয়ে চলি
সমুদ্রে গিয়ে পড়ি আমি সেই  কথাটাই বলি 
শেখানেই  মিশে  গিয়ে হবো আমি ভয়ঙ্করী 
মানুষ তখন বলে আমায়, তুমি বড় অহংকারী 


Image for Pahari Jharna