Essay
2 articles
শারদীয়া উৎসব এলে চারপাশে আলো, রঙ আর আনন্দে ভরে ওঠে। তবু এই আনন্দের মাঝেই মিশে থাকে এক অনাবিল বেদনা—মায়ের স্মৃতি। হয়তো এ বছর মা আমার সামনে নেই, চিন্ময়ী রূপে নেই, তবু মা তো আমার হৃদয়ের গভীরে, আমার অস্তিত্বের প্রতিটি স্পন্দনে মিশে আছেন।