Thriller

profile-img
Thriller

4 articles

দ্যা ব্লু ট্রেনের রহস্য

প্রায় মাঝরাতে একটি লোক প্লেস দে লা কংকার্ডে পেরিয়ে যাচ্ছিলো। তার রোগা পাতলা চেহারার ওপর একটা দুর্দান্ত চামড়ার কোট চাপিয়ে রাখলেওকোথাও যেন তার মধ্যে থেকে একটা দুর্বলতা বা হীনমন্যতার আভাস পাওয়া যাচ্ছিলো।

সে একজন ছোট খাটো চেহেরার মানুষলোকটার মুখটা অনেকটা ইঁদুরের মতো। তাকে দেখলে কারোরই মনে হবে না যে এ লোক কোনদিনও কোনো গুরুত্ব পূর্ণ কাজ করেছেবা কোনো গুরুত্ব পূর্ণ পদ সামলেছে। কিন্তু লোকে ভাবতেও পারবে না যেওনাকে দেখে যা মনে তা একদমই ভুল ও বিভ্রান্তিকর। কারণ দেখে ওনাকে তুচ্ছ বা সাধারণ মনে হলেও এই পৃথিবীর ভবিষ্যতের জন্য কিন্তু উনি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। যে রাজত্বে ইঁদুরেরা রাজত্ব করে উনি সেই রাজত্বে রাজা ছিলেন।