Profile image of Rathindranath Baral
Rathindranath Baral

@anonymous

7 months ago 185 views

ইচ্ছা

ইচ্ছা করে, মরে যাই শুধু বাঁচার তরে,

যেখানে থাকবে ইচ্ছামতী, ইচ্ছা ঝুলি ভরে।

আকাশ থাকবে, জল থাকবে, থাকবে শতেক ক্ষুধা,

প্রাণভ্রমরা থাকবে ছাড়া

আনন্দে থাকবে না কোন বাধা ।

লোক থাকবে, চক্ষু থাকবে,

থাকবে নাকো আড়াল,

প্রাণের মাঝে মান থাকবে–

সারাদিনই সকাল।