Profile image of Debasish Panda
Debasish Panda

@anonymous

No bio available.

Joined on 3 weeks ago
1 day ago 40 views

কলম

কলম তিনটি অক্ষরের -

সমন্বিত একটি শব্দ।

কলমের অনেক প্রাচীন -

ইতিহাস আছে।

কলম তৈরি হয় প্লাস্টিক- কিংবা ধাতব বস্তুর দ্বারা।

কলম কারোর নিকট নিরস -

আবার কারোর নিকট সরস।

কলম ভাবনার বিকাশে -

সেরা মাধ্যম, সেটি- গঠনমূলক কিংবা- সমালোচনা মূলক-

দুই হতে পারে।

কলম,দেবী সরস্বতীর -

আশীষ এর সাথে দেবী -

লক্ষ্মীর আশীষের -

মেল বন্ধন ঘটায়।

কলম কেবল মাত্র -

পরেই সাহেব, বিদ্বান -

ও পণ্ডিত করে তুলতে।

কলম -ই - পারে দেশে -

কুসংস্কারের বিরুদ্ধে -

লড়াই করতে।

কলম -ই - পারে -

প্রতিবাদী মানুষ কে -

অন্যায় এর বিরুদ্ধে -

জোটবদ্ধ করতে।

কলম-ই - পারে -

বিচারপতির মাধ্যমে -

কারোর জীবন ফিরিয়ে -

দিতে, আবার কারোর -

জীবন কেড়ে নিতে।

কলম-ই - পারে রাজ্য -

দেশ কিংবা বিশ্ব থেকে -

সেরা সম্মান এনে দিতে ।

কলম -ই -পারে মানুষ -

চির অমর করে তুলতে -

নির্জীব পুঁথি বা বই এর -

মধ্যে থেকে ও।