Profile image of Rathindranath Baral
Rathindranath Baral

@anonymous

1 year ago 237 views

কাজ নেই

আজ কিছু করলাম না।

তাই মন খরাপ;

আজ কিছূই করলাম না,

তাই ভীষন মন খারাপ

আজ তো কিছু- করলাম না

মন গেল ধেয়ে আকাশে ডেসে যাওয়া মেঘে।

যেখান বৃষ্টি আর রোদ্দুর,

হাত ধরাধরি করে চলে,

ডাকে।

কত কাজ আছে। তুমি তো মেঘের সমুদ্রে -

নৌকা চালাতে পরো। কিংবা -

'বেল ফুল' ফিরি করা অভুক্ত ছেলেটার হাতে

তুলে দিতে পারো সোনার বিস্কুট।

হা। ঠিক ধরেছ। খিদের পেটে তো সেটা

সোনার চেয়েও দামী।

অথবা, আমার ছড়িয়ে দেওয়া রোদুর

ধরে রাখ।

আমার দেওয়া অবিশ্রান্ত বারিধারা

রেখে দাও পৃথিবীর জঠরে

আগামী প্রজন্মের জন্য় ।।