Profile image of Amrita Dutta
Amrita Dutta

@anonymous

I am Amrita Dutta. Assistant Mistress of a Govt.Girls’ School. I have completed my M-Tech degree in Computer Science & Engineering from Kalyani Govt. Engineering College in 2006. I am here to publish my poems. I am very new in writing . My 1st published book is ‘Amar kabita’ ( Lipighor Publisher)

Joined on 4 years ago
4 years ago 446 views

জীবনপথে

শেষের কথা বলছি না —

জানি শেষ হবে একদিন।

ধোঁয়া হয়ে ,ছাই হয়ে ,

মিশে যাব একদিন।

‘নির্দোষ’ বলে চেঁচাচ্ছি না —

জানি কর্মের বিচার ,

ঠিক হবে একদিন।

অঙ্কের ফর্মুলাতে

বোধহয় —জীবন চলে না ;

তা চলে আপন ছন্দে।

জীবনের সমীকরণ না মেলালে ,

মুক্তি আসে না সহজে।

তুলনা আমি করছি না ;

ভিন্ন পথেই চলেছি —

অপরের পথে আমি ঝুঁকি না ,

আমি আপন মনেই আছি।

ঈশ্বরের কাছে কিছু চাই না —

আমি আমার জীবনে খুশি।

ভোগ্যদশায় আমি ভয় পাই না ,

আমি কর্মে বিশ্বাসী।


অমৃতা

Image for জীবনপথে