Profile image of Tapas Kumar Bandyopadhyay
Tapas Kumar Bandyopadhyay

@anonymous

4 years ago 522 views

দিন ফুরালে সূর্য ঢলে দিগন্তে দি'চক্রবালে

দিন ফুরালে সূর্য ঢলে দিগন্তে দি'চক্রবালে

লালিমার লহর লাগে বনবীথির ডালে

চন্দ্রকলায় সাজছে ভুবন ধীরে ধীরে

চাইল শশী সাঁঝ বেলাতে শান্ত নীরে

ফুঁ পড়ছে শাঁখের মুখে সন্ধ্যে দিয়ে

ঝিঁঝিঁপোকা ভারী সুরে যাচ্ছে গেয়ে

রাতের মানিক বেড়ায় উড়ে

আলপনাতে আলোক ভরে

নয়নতারা দিশেহারা

অপরূপ রূপে ভরা

বিস্ময়ে চেয়ে দেখি

এটা স্বপ্ন নাকি

এ কোন দেশে

খেয়া এসে

লাগলো

বলো

লো

Tapas Kumar Bandyopadhyay

Image for দিন ফুরালে সূর্য ঢলে দিগন্তে দি'চক্রবালে