Profile image of Lokesh Kumar Maity
Lokesh Kumar Maity

@lokesh

3 years ago 401 views

বিদ্যাসাগর

নাহি  চিত্রকর,তবু জাগিল বাসনা 

মনে চিত্র আঁকিবারে,সাধিনু আপ্রান,

হঠাত হেরিনু পড়ি আঁখি নীর,প্রান

লভে মোর চিত্র;করি বহু আরাধনা 

মোর মত হিনজন হইল সফল;

এ মে সপ্নাতীত। তেমতি হে মহাজন

সারদার বরপুত্র ঠাকুর নন্দন,

কেমনে বর্নিব তমা এ সপ্নের ফল।


যখন প্রসূন ফোটে গহন কাননে

সেই বার্তা  ঠিক রাখে যত অলিদল,

স্বয়ং ঈশ্বর রুপে আসিয়া ভূবনে

উন্মুক্ত করিয়া ছিলে আবদ্ধ অরগল।

বহিল মলয় রায় কিবা মনোহর 

ঈশ্বরের গুনগানে সবাই মুখর।