Profile image of Rathindranath Baral
Rathindranath Baral

@anonymous

10 months ago 219 views

বৃত্ত

তোমার বৃত্তে ঢুকতে পারিনি কখনো। 

কাছে এসে, ফিরেছি, অনেক দূরে- জেনো! 

ম্লান হাসি দিয়ে কান্না চেপেছি যখন

কোন এক অখুশী পাখা মেলেছে তখন। একটু পরশে অখুশী হয়তো খুশী - 

সেই অপেক্ষায় থাকিতো দিবনিশি

আমার কথাতো শুধুই জানে আমার মন,

সব পেয়েছির দেশের রাজার, দুঃখ তো নয় আপন! 

তাইতো আমি বৃত্তে ঢুকতে চাইনা

নিজের মনের গানতো তাই গাই না।

Image for বৃত্ত