Profile image of Rathindranath Baral
Rathindranath Baral

@anonymous

1 year ago 238 views

বৃত্ত

তোমার বৃত্তে ঢুকতে পারিনি কখনো। 

কাছে এসে, ফিরেছি, অনেক দূরে- জেনো! 

ম্লান হাসি দিয়ে কান্না চেপেছি যখন

কোন এক অখুশী পাখা মেলেছে তখন। একটু পরশে অখুশী হয়তো খুশী - 

সেই অপেক্ষায় থাকিতো দিবনিশি

আমার কথাতো শুধুই জানে আমার মন,

সব পেয়েছির দেশের রাজার, দুঃখ তো নয় আপন! 

তাইতো আমি বৃত্তে ঢুকতে চাইনা

নিজের মনের গানতো তাই গাই না।