ভূতের নাচ
নাচছে ভূতে
চাঁদনী রাতে
খড়ম পায়ে
খট্ মটিয়ে
ওরা ছিলো
অনেক গুলো
একটা ছিলো
বেজায় কালো
একটা খাটো
ভাঁটার মতো
গাইছিলো গান
ফাটিয়ে সে কান
গাছের তলায়
মালা গলায়
সবাই নাচে
নানান ধাঁচে
কেউ গড়িয়ে
ধূলোয় শুয়ে
বিচিত্র তাল
সব ভুল্ ভাল্!
দেখে বোলো
কেমন হোলো
ভূতের হলেও
লাগবে ভালো!!