যাবার বেলায়
ফুর ফুরিয়ে বইছে বাতাস
তাতে নাচছে ক'টা শেষের কাশ
উড়ছে কিছু হাওয়ায় চেপে
নীল আকাশে নকশা ছেপে
পাগলী মেয়ের দস্যি পানা
যাবে কোথায় তা জানে না
উড়ো চিঠির মতন উড়ে
পড়ছে ঝরে ঘরে ঘরে
খবর যেন দেয় ছড়িয়ে
আমার সময় বুঝি যায় পেরিয়ে।।
@anonymous
No bio available.
ফুর ফুরিয়ে বইছে বাতাস
তাতে নাচছে ক'টা শেষের কাশ
উড়ছে কিছু হাওয়ায় চেপে
নীল আকাশে নকশা ছেপে
পাগলী মেয়ের দস্যি পানা
যাবে কোথায় তা জানে না
উড়ো চিঠির মতন উড়ে
পড়ছে ঝরে ঘরে ঘরে
খবর যেন দেয় ছড়িয়ে
আমার সময় বুঝি যায় পেরিয়ে।।