Profile image of Sasanka Sekhar Mishra
Sasanka Sekhar Mishra

@sasanka

4 years ago 1086 views

শিক্ষার সেকাল --- একাল

Computer শিক্ষার উপর প্রাধান্য দেওয়া হয় নাই । প্রত্যেকটি Merit - dermerit , দুই - ই আছে ।তাই পরের দিকে বিভিন্ন কোম্পানী স্কুলগুলির সঙ্গে চুক্তি করে Computer বসিয়ে ব্যবসার সুযােগ গ্রহণ করেছিল । বেশ কিছু সংখ্যক বেকার ছেলেকে সামান্য বেতন দিয়ে নিযুক্ত করে স্কুলে স্কুলে Computer শিক্ষা পঞ্চম শ্রেণীতে শুরু করে একেবারে দশম পর্যন্ত চালান | আবার Higher Secendary তে Computer Application Subject একাদশ - দ্বাদশ শ্রেণীতে পড়ারব্যবস্থা করল । ইদানীং অফিস - আদালত - স্বাস্থ্যকেন্দ্র সর্বত্র Computer অপরিহার্য । বিভিন্ন কোম্পানীতে Computer জানা ছাত্রছাত্রীদের চাকুরীর সুযােগ হল এইভাবে স্বাস্থ্য - শিক্ষা সর্বত্র শিক্ষার উপর বিভিন্ন অপারেশন করতে করতে শিক্ষাকে বিপর্যস্ত করা হয়েছে । বর্তমান দিনে শিক্ষা ও শিক্ষিত দুই - ই যেন পণ্যে পরিণত হয়েছে । চারদিকে বেকারত্ব ছেয়ে গেছে । সুযােগ সন্ধানী বিভিন্ন চক্র কাজ করছে। তোলাবাজদের দোলতে আজ যে কত অভিভাবক সর্বস্বান্ত হয়েছে তার ইয়ত্তা নাই ।বিভিন্ন শিল্প সংস্হা আজপশ্চিমবঙ্গ থেকে হাত গুটিয়েছে । পশ্চিমবঙ্গ আজ হাহাকার । শিক্ষিত যুবদের মাথায় হাত । মেধার কোনো বাস্তবে তেমন অস্তিত্ব নাই । বরং লটারীর মাধ্যমে যে লক্ষ লক্ষ টাকার খেলায় জিততে পারছে- জালচক্রে পড়ছে না সেই ওর একটা রুটির সংস্থান করতে পারছে । দেশে - বিদেশে একটা রুটির জন্য পাড়ি দিচ্ছে। শিক্ষিত যুবকরা নানাভাবে নাস্তা ভােগ করছে । কত যুবক আত্মহনন করছে । বাংলার চাকুরীর বাজার খুব মন্দা । যেখানে একটা D - group এর কর্মীর ক্ষেত্রেও লক্ষ চক্ষ টাকার খেলা চলছে । নইলে কোন স্হান নেই।

এইরকম একটা Culture আমাদের বঙ্গদেশে প্রকট হচ্ছে । তাই শিক্ষা ও শিক্ষিত মানুষদের অবমূল্যায়ণ হচ্ছে । যেন । উচ্চশিক্ষা অপরাধ আর উচ্চশিক্ষিত অপরাধী হয়ে পড়ছে । তারা অকর্মণ্য হয়ে পড়ছে । হতাশায় ভুগছে দেশের লক্ষ লক্ষ শিক্ষিত যুব সম্প্রদায় । তাদের জীবন জীবিকা তাদের জীবনাথীবন আজ রসাতলে । আবার যেন অশিক্ষার অন্ধকার বাঙালী জাতিকে গ্রাসকরবে ।অধিক শিক্ষিত মানুষদের মধ্যে হতাশা যেন দিনে দিনে যেন বাংলার দুর্দিন ডেকে আনবে । সুস্থ মানসিকতা পুনরুজ্জীবিত হলে আবার যদি বাংলায় সুদিন আসে তাে আবার বাংলা মাথা তুলে দাঁড়াবে । নতুবা যেই তিমিরে - সেই তিমিরে ।

শিক্ষার বিভিন্ন মাধ্যম , এই নেতাজী মুক্ত বিদ্যালয় খােলা হল । শিক্ষার জন্য বিভিন্ন Correspondence Course খােলা হল । সম্ভবতঃ ১৯৯০-৯১ থেকে এ সবের রমরমা ব্যবসা শিক্ষাকে নিয়ে শুরু হল।তাই শিক্ষার কোন , অন্ত নাই । কিন্তু শিক্ষাদানের পর এইসব শিক্ষিত ছেলেমেয়েদের কর্মনিয়ােগ এর কোন ব্যবস্থা নেই । তাই দিনে দিনে শিক্ষার অবমূল্যায়ণ হচ্ছে।বেকারত্ব উত্তরোত্তর বাড়ছে।শিক্ষিত বেকারদের নিয়ে ব্যবসা শুরু হয়েছে।এই শিক্ষা প্রসারের মাধ্যমে দেশের বা জাতির কোন উন্নতি নাই।

শুধু কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী সুযোগ হয়েছে শিক্ষিতদের নিয়ে বাণিজ্য করার। স্থানে স্হানে N.C.R.T Permission নিয়ে ব্যাঙের ছাতার মতাে Training করানাের ব্যবসারও রমরমা চলছে।

তার মধ্যে কিছু জাল সার্টিফিকেট দিয়ে ছাত্রছাত্রীদের ঠকাচ্ছে । এইভাবে দেশময় শিক্ষার ব্যবসা শুরু হয়েছে । মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে । নিছক ব্যবসায়ীদের শিকার হচ্ছে কত শিক্ষিত মানুষ সর্বস্বান্ত হচ্ছে । বেশ কিছুদিন এইসব জাল সাটিফিকেট নিয়ে চাকুরীর পর চাকুরী থেকে বরখাস্ত হচ্ছে। এইভাবে শিক্ষিত মানুষ নানাভাবে জালচক্রে পড়ে আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে । ব্যবসার পণ্য হয়েছে আজ শিক্ষিত বেকার ছেলেরা । কত প্রতারক কত শিক্ষিত ছেলে মেয়েদের চাকুরীর প্রলােভন দেখিয়ে নকল ভিসা তৈরী করে নিয়ে গিয়ে দেশ বিদেশে পাচার করছে । এখন দেশে দুষ্ট চক্রের অভাব নাই । শুধু চাকুরীর প্রলোভন দেখিয়ে অভিভাবকদের লক্ষ লক্ষ টাকা লুণ্ঠন করছে ।

"All Universities are equal ” এই আইনের ফাঁদে ভারতবর্ষে ভিন্ন ভিন্ন রাজ্যের Diploma করানাে , বিভিন্ন ট্রেনিং করানাের নামে ভাঁওতা দিয়ে শিক্ষিত বেকারদের প্রতারণা করা হচ্ছে।বিলাসপুর,রায়পুর বিভিন্ন UniversityথেকেM.A., M.SC., B.ED. করানোর ব্যবস্হাপকরা প্রচুর অর্থ উপার্জন করছে।তার মধ্যে কিছু কিছু জালচক্রে পড়ে বিফল হচ্ছে।কিছু কিছু যদিও সফল হচ্ছে তার সংখ্যা অত্যন্ত কম।

সর্বোপরি একালের শিক্ষা ব্যবস্হায় অর্থ ব্যয় করে বিভিন্ন সার্টিফিকেট কেনা হচ্ছে । জালচক্রের রমরমা চলছে । অভিভাবক নাজেহাল হচ্ছে । যেন উচ্চ শিক্ষায় ডিগ্রি গ্রহণ যেন মহাপাপ , মহা অপরাধ হয়ে দাঁড়িয়েছে । ব্যবসায়ী ও সুযােগসন্ধানী মানুষদের পােয়া বারাে । শিক্ষিত মানুষদের নিয়ে ব্যবসা করে অর্থবান হচ্ছে। সামান্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে আজ বিশ - ত্রিশ বছর ব্যবসা করে বিভিন্ন বড় বড় শহরে বা শহরতলীতে কোটিপতি হয়েছে । মােজায়েক করা ঘরে বাস করে Private Car নিয়ে সাহেবের মত ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রশ্নের Job Guarranted বা Job Oriented সংস্থা খুলে Pakage বিক্রি করে শিক্ষিত ছেলেদের কাছ থেকে টাকা লুটছে ।

এইভাবে বিভিন্ন বেসারকারি সংস্থার মাধ্যমে শিক্ষিতদের চাকুরী পাওয়ার জন্য Guide করা হচ্ছে । তাতে যৎকিঞ্চিৎ যদিও উপকৃত হচ্ছে । বেশীরভাগ প্রতারিত হচ্ছে । আর যাদের টাকা নেই , তাদের মেধারও দাম নেই । সময়ের সাথে সাথে মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরা পথে পড়ে মার খাচ্ছে দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রী প্রকৃত বিচার পাচ্ছেনা ইদানীংকালে তারা অচল পয়সা । অর্থবান ঘরের ছেলেরা Medical ও Engineering- এ ৩০ থেকে ৫০ - টাকা বিনিময়ে চাকুরীতে যােগদান করছে । লক্ষ লক্ষ টাকা Capitation ফি দিয়ে Medical পড়ার সুযােগ ও Nursing -এ পড়ার সুযােগ ও করছে।আর যে অভিভাবকের এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করার সুযােগ নেই । সে লােহা লক্কড়ের দোকান করছে , বিভিন্ন প্রকার Self employment গড়ে তুলছে ।

General Student কী Technical Student সবাই আজ দিশেহারা । বিভিন্ন রাজ্যে সামান্য মজুরী দিয়ে F. M .B.A. /M.C. Aকত শিক্ষিত বেকার যুবক অভিজ্ঞতার সার্টিফিকেটের অভাবে শ্রম দিচ্ছে । লক্ষ লক্ষ অর্থ ব্যয় করে যদি অভিভাবক সর্বস্বান্ত হয়েও শিক্ষিত ছেলেটি আজও বেকার, আজও অসহায়

Image for শিক্ষার  সেকাল  --- একাল