Poem

সুখ

7 months ago

0

দিন থেকে রাত যদি পার হতাম,

তোমার হাতে হাত রেখে ;

ঝিরি ঝিরি বৃষ্টি অধরে, আঁখি পরে ।

ভোরে পেতাম সমুদ্রের বালি ভেজা গন্ধ ।

দুপুরে বাসকাঠির ধোঁয়া ওঠা সুখ -- 

সুখ জারিত দিবাঘুম,

সূর্যমূখীর প্রান্তরে ।

বিকালে বাদাম খোসা ভেঙ্গে -- 

সত্যজিৎ - সৌমিত্রর গল্প ,

কিংবা মৃদু ভ্রুভঙ্গীতে

চমকে ওঠা, থমকে দাঁড়ানো ।

দিন ঘুরে রাত হলে, শুধু কবিতা

শব্দগুলো আসে রামধনু রঙে , 

কমা, দাড়ি সব রঙীন ! শুধুই রঙীন ।।

 

Comments

To comment on content, please Login!

Comments & Reviews (0)

No comments yet :(