Comedy
5 articles
দিন ফুরালে সূর্য ঢলে দিগন্তে দি'চক্রবালে
লালিমার লহর লাগে বনবীথির ডালে
চন্দ্রকলায় সাজছে ভুবন ধীরে ধীরে
চাইল শশী…
একটা ছিল কাক
করছিল সে তাক
বন্ধ রেখে ডাক।
ওদের ছোটো ছেলে
কখন যাবে চলে
থালায় রুটি ফেলে।
ইতি উতি দেখে
চকচকে দুই…
ভূতের কুলের জ্যাঠা যিনি
চিন্তা ভীষন তাঁর
কাঁপছে না কেউ ঠকঠকিয়ে
ভূতের ভয়ে আর!
ট্রেনিং দেওয়া খুব দরকার
ভাবেন…
নাচছে ভূতে
চাঁদনী রাতে
খড়ম পায়ে
খট্ মটিয়ে
ওরা ছিলো
অনেক গুলো
একটা ছিলো
বেজায় কালো
একটা খাটো
ভাঁটার মতো
গাইছিলো গান …